শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজকেই চায় জনগন
- আপডেট টাইম : ০৪:৩৪:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল হোসেন স্টাফ রিপোর্টার।।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুুুুরুজ কে চায় জনগন,বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ,রাজ পথের লড়াকু সৈনিক,সাভার উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি,বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে,মিথ্যাকে পরাজিত করে মানব কল্যানে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন।তার কাছে নেই কোনো ধ্বনি গরিবের বৈশম্য,ইউনিয়নের সর্ব প্রকার সমস্যার সমাধান করতে,সকল শ্রেনী পেশার মানুষের একমাত্র আশ্রয়স্থল চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ।শুধু তার ইউনিয়নে নয়,আশুলিয়া থানায় দলীয় সকল প্রগ্রামে তার অবদানের অন্তনেই।তিনি দুস্ত ছাত্রছাত্রী,অসুস্থ রুগী,প্রতিবন্ধী, কন্যাদায়গ্রস্ত,বেকার যুবক,মসজিদ মাদ্রসা মন্দীর সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি,সজাগ দৃষ্টি রেখে মানুষের ভালোবাসায় সিক্ত।তিনি রাজনৈতিক উদ্ধতন নেতাকর্মীদের সাথে সমন্বয় করে প্রত্যেকটা কাজ করে চলেছেন,বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী সাভার আশুলিয়ার নৌকার মাঝি ডাঃ এনামুর রহমান এনাম এমপি,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুুুরুল আলম রাজিব ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ন আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম সহ থানা আঃলীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রেখে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ তার জন্য প্রার্থনা করেন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক ইউনিয়নে একটি করে চেয়ারম্যান আজহারুল ইসলাম বড়ই দরকার,তার রাজনৈতিক জীবনে অপকর্মের সামান্য ত্বম কাঁদাপানি স্পর্শ করতে পারেনি,আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নিজ দায়িত্ব পালন করে চলেছেন,শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন,শিশুকাল থেকে মানব কল্যানে নিজেকে আগলে রেখেছেন,তার এই সাফল্যের পেছনে,বর্তনানে,মানসিক পারিবারিক ও সার্বিক সহযোগিতা করে চলেছেন তারই সুযোগ্য সুশিক্ষিত সহধর্মিণী।একটি বিশেস সাক্ষাৎকারে চেয়ারম্যান সুরুজ বলেন,আমি মনে করি মানব সেবায় বড় কোনো পদের প্রয়োজন হয়না,পদের পেছনে না ছুটে মানুষের কল্যানে ছুটুন পদ এমনিই এসে যাবে,বর্তমান দেশে করোনার প্রাদুর্ভাব মহামারী পরিস্থিতিতে হতদরিদ্র নিপীড়িত জনতা মেহনতী মানুষের পাশে দাঁড়ান,আমি দেশের সকল বৃত্তবানদের কাছে অনুরোধ করবো আপনার সাধ্য অনুযায়ী আপনার এলাকায়,আপনার প্রতিবেশীদের সহযোগিতা করুন,প্রিয় এলাকাবাসী ও রাজনৈতিক অভিভাবকদের বলবো আমি আপনাদেরই সুরুজ জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি আমার দৃষ্টিকে সব সময় সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে,আমার রাজনৈতিক জীবনে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ।আগামী ইউপি নির্বাচনে আমি মনে দলীয় মনোয়ন প্রত্যাশী আমাকে যোগ্য মনে করলে আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিন,মনে রাখবেন একজন যোগ্যবান ব্যাক্তিই পারে সঠিক ভাবে গন্তব্যে পৌছে দিতে,আসুন দেশের উন্নয়নে মন থেকে সকল হিংসা-বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি,আজহারুল ইইসলাম সরুুজ চেয়ারম্যান শিমুুলিয়া ইউনিয়ন পরিষদ।