সংবাদ শিরোনাম ::
দুই হাজার কোটি টাকা পাচার ফরিদপুরের দুই ভাই বরকত-রুবেলকে কেন জামিন নয়: হাইকোর্ট
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:০২:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৪ জানুয়ারি ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকতকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান, আসামিপক্ষে আইনজীবী কামরুল আলম কামাল ও রাষ্ট্রপক্ষে এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মানি লন্ডারিংয়ের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে অনুমান দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।
আরো খবর.......