সংবাদ শিরোনাম ::
হাতীবান্ধায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:২৯:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ৩৫৯ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের হাতীবান্ধায় ৮ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আশিক (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত্য আশিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এ ঘটনায় গত ০৩ সেপ্টেম্বর আশিকসহ ৬জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থীর বাবা আশরাফ আলী।
গত ১৯ আগষ্ট উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আশিক উপজেলার দোলাপাড়া গ্রামের হানিফার ছেলে আশিক।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আশিকের বড় ভাই মাসুদ রানা আশরাফ আলীর জামাতা। সেই সুবাদে ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আশিক। এমতাবস্থায় গত ১৯ আগস্ট নাবালিকা ৮ম শ্রেনী পড়ুয়া ওই শিক্ষার্থীকে আশিক তার বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের কথা বলে শারিরীক সম্পর্ক করার জন্য চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে জোড় পূর্বক ধর্ষণ করে আশিক। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এস আই) ইব্রাহিম বলেন, ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আশিক নামে এক যুবককে গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন মামলাটি তদন্ত চলছে এর চেয়ে এখনি বেশী কিছু বলা যাবে না।
আরো খবর.......