টেকনাফে পুলিশের উপর হামলা ঘটনার প্রধান আসামি মগু গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ২২০ ৫০০০.০ বার পাঠক
দিদার আলম টেকনাফ ॥
অবশেষে দীর্ঘ ৩৬ দিন পর পুলিশের উপর হামলা মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি মগু এবং তার সহযোগী এক মাদক কারবারিকে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়া নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃত হাবিব উল্লাহ ওরফে মগুর বিরুদ্ধে ইয়াবা, মানব পাচার, হত্যা, নারী নির্যাতন, অস্ত্র ও পুলিশের উপর হামলা সহ প্রায় ৮টি মামলা রয়েছে।
জানা যায়, চলতি বছরের ৪ আগস্ট ওয়ারেন্টভুক্ত আসামি হাবিব উল্লাহ ওরফে মগুকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানা পুলিশ। আটকের খবর পেয়ে তার লালিত সন্ত্রাসী বাহিনী অবৈধ অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালায়। এ সময় হাতকড়া সহ মগুকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাবিব উল্লাহ মগুকে প্রধান আসামি ও স্থানীয় ইউপি সদস্য মাওলানা ছৈয়দুল ইসলামকে ২নং আসামি সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করে। ঘটনার পরদিন ইউপি সদস্য ছৈয়দুল ইসলাম সহ একাধিক আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। কিন্তু প্রধান আসামি মগু ধরা ছোঁয়ার বাহিরে রয়ে যায়। ৩৬ দিন পলাতক থাকার পর অবশেষে ৫০ হাজার ইয়াবা ও এক সহযোগী সহ গ্রেফতার হয় সন্ত্রাসী মগু।