মাউন্ট আরারাত অভিযানে সিঙ্গার বাংলাদেশ
- আপডেট টাইম : ০১:০২:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
[ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২১] জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণের তাগিদ বৃদ্ধির লক্ষ্যে স¤প্রতি, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড—এর প্রতিনিধি।
৫,১৩৭ মিটার উঁচু তুরস্কের সর্বোচ্চ পর্বত আরারাতের শিখরে আরোহণের একটি অভিযানে অংশগ্রহণ করেছে।
এই অভিযানটি ছিল সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মালিকানার অধিকারী কোচ হোল্ডিং ও আর্চেলিক, তুরস্কের
যৌথ উদ্যোগ।
কোচ হোল্ডিং কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিকউগলু, আর্চেলিক’র সিইও হাকান
বুলগুরলু, আর্চেলিক’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পোলাট সেন সহ কোচ হোল্ডিং এবং আর্চেলিক —এর বিভিন্ন
দেশের এক্সিকিউটিভদের সমন্বয়ে গঠিত ১৬ জনের টিম এ অভিযানে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি ভিশনের অংশ হিসেবে পরিবেশবান্ধব পণ্য সরবরাহে সিঙ্গারের প্রতিশ্রুতি আরও
জোরদার করতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ
অভিযানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কোচ হোল্ডিং এর কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ফাতিহ
কেমাল এবিকউগলুবলেন, “আর্চেলিক এ আমরা সমাজ, বিশ্ব ও তরুণ প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ
নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম ও বিনিয়োগ পরিচালনা করি। আমাদের সাসটেইনেবিলিটি ভিশনের অংশ
হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিনিয়ত আমরা আমাদের উদ্যোগ বাড়াচ্ছি।”
ফটো ক্যাপশন: ছবিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মাহফুজুর রহমানকে তুরস্কের সর্বোচ্চ ৫,১৩৭ মিটার উঁচু
আরারাত পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে দেখা যাচ্ছে।