নবীনগরে নবনির্মিত উপজেলা ভূমি অফিসের শুভ উদ্বোধন।
- আপডেট টাইম : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩০৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার,বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবনির্মিত উপজেলা ভূমি অফিসের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে একযোগে ১২৯টি উপজেলা ভূমি অফিস ও ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন করেছেন।যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিস এর পাশাপাশি উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলার বিটঘর, নাটঘর ও গোসাইপুর ইউনিয়ন ভূমি অফিসও উদ্বোধন করা হয়েছে।প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন ঘোষণার পর নবীনগর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস -এর উদ্বোধনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহি অফিসার একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোশারফ হোসাইন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সফর মিয়া, দৈনিক দেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক জসিম উদ্দিন, শাকিল আহমেদ রুবেল, মো. খলিলুর রহমান, শফিকুল ইসলাম বাদল, আব্দুল হাদী, মনির হোসেন, মো. সোহেল প্রমূখ।