টাঙ্গাইলে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ৯৫ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : ১০:৪২:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৪৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইলে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে (জি), বিএন এবং ইফতেখারুল আলম রিজভী সহকারী পরিচালক ভোক্তা অধিকার টাঙ্গাইলের নেতৃত্বে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
র্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ও দুপুরে পৃথক দুটি অভিযানে জেলার মধুপুর এবং ধনবাড়ী এলাকায় খাদ্যে ভেজাল এবং বিষাক্ত রাসায়নিক মেশানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভাক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় ধনবাড়ীর বেদারপাড়ার অভিযুক্ত আইসক্রিম প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা, একই উপজেলার মেসার্স মনছুর সুইটস এন্ড রেজ প্রতিষ্টানকে ৫০ হাজার টাকা ও মধুপুরের কাইতকাইয়ের মীম ফুড প্রোডাক্টস প্রতিষ্টানকে ১৫হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।