আমরা গণমাধ্যমকে অর্ডার করেনি, অনুরোধ করছি’
- আপডেট টাইম : ০৬:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
প্রতিবাদলিপির বিষয়ে এসবি প্রধান
পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি দুনীতির সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপির বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা ভালোভাবে যাচাইয়ে অনুরোধ করছি। আমরা গণমাধ্যমকে কোনও অর্ডার করেনি।’
সোমবার (১ জুলাই) সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম এ কথা বলেন।
মনিরুল ইসলাম তিনি বলেন, ‘আমরা সবসময় বলে আসছি, ব্যক্তির দায় সংগঠন বা বাহিনীর না। তবে সম্প্রতি পুলিশ নিয়ে প্রকাশিত সংবাদে অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য ছিল। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল, তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়ে।’
তিনি বলেন, ‘প্রতিবাদলিপিতে আমরা কোনও নির্দেশনা দেইনি। কোনও অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যে কোনও সংবাদ প্রকাশের আগে ভালো করে যাচাই-বাছাইয়ের অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। আমরা শুধু অনুরোধ করেছি।’