অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস আর নেই
- আপডেট টাইম : ০৭:২৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৮ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
অনলাইন ডেস্ক ॥ ৫ বার এমির আসরে মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এইচবিওর ‘দ্য আয়ার’-এ ওমর লিটল চরিত্রের জন্য বেশি জনপ্রিয় ছিলেন এ অভিনেতা।
মাইকেলের প্রতিনিধি মারিয়ানা সাফরানের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে দ্য হলিউড রিপোর্টার।
স্থানীয় সময় সোমবার ব্রুকলিনের বাসায় উইলিয়ামকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রতিনিধি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
এইচবিওর সিরিজে নিয়মিত মুখ ছিলেন উইলিয়াম। তিনি অভিনয় করেছেন এইচবিওর ‘দ্য আয়ার’, ‘বোর্ডওয়াক’ ‘এম্পায়ার’, ‘দ্য নাইট অপ’ ও ‘লাভক্রাফ্ট কান্ট্রি’। ‘লাভক্রাফ্ট কান্ট্রি’তে মনট্রোজ ফ্রিম্যানের চরিত্রে অভিনয়ের জন্য চলতি বছর এমির আসরে নাটকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়নও পেয়েছেন মাইকেল কেনেথ উইলিয়ামস।