তোমাকে দেখার জন্য আর তর সইছে না স্বামী: শিশির
- আপডেট টাইম : ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ৩৬৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ভালো শুরুর পর বোলাররা পারেননি ছন্দ ধরে রাখতে। ষষ্ঠ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। এদিন ভালো বল করেননি সাকিব আল হাসান। ৪ ওভারে ৬ ইকোনমিকে ২৪ রান দিয়েছেন তিনি।
ব্যাট হাতেও শূন্য রানে ফিরেছেন মাত্র ২ বল খেলে। অনুজ্জ্বল সাকিবের দিনে ৫২ রানে হারল বাংলাদেশ।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে স্বামী সাকিবকে মিস করছেন উম্মে আহমেদ শিশির। করোনা ইস্যুতে গোটা বছরজুড়ে খুব কম সময়ই সাকিবকে কাছে পেয়েছেন তিনি।
একজন বাংলাদেশে, আরেকজন মার্কিন যুক্তরাষ্ট্রে। বায়ো বাবল সুরক্ষায় থাকার কারণে যে কোনো সিরিজ শুরুর আগে থেকেই বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে তাকে। ব্যস্ত ক্রিকেটসূচির কারণে বিষয়টি বারবারই ঘটছে।
সোমবার একলাইনের ফেসবুক স্ট্যাটাসে সে কথাই যেন জানালেন শিশির।
লিখলেন, শিগগিরই তোমাকে দেখার জন্য আর তর সইছে না স্বামী।
পরিবারকে মিস করছেন সাকিবও। দিন কয়েক আগে সাকিবের এক ফেসবুক স্ট্যাটাসে সেটি বোঝা গেল।
বিশ্বসেরা অলরাউন্ডার গত বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পিঠে স্কুলব্যাগ নিয়ে দাঁড়িয়ে তার তনয়া আলাইনা হাসান। ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘আমার ছোট্ট কন্যা আর ছোটটি নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার
সময়টা আমার জন্য খুবই কষ্টের।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে সাকিবের বিয়ে হয় ২০১২ সালের ডিসেম্বরে। বিয়ের তিন বছর পর এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয় কন্যার বাবা হন সাকিব। আলাইনার বোনের নাম ইরাম হাসান। এর পর চলতি বছরের ১৬ মার্চে ছেলের বাবা হন সাকিব, ছেলের নাম আইজাহ আল হাসান।