গাজীপুরে ডাকাতি ও খুনের রহস্য উদঘাটন, ৫ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, ৭টি পিকআপ উদ্ধার..

- আপডেট টাইম : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ২৯৪ ১৫০০০.০ বার পাঠক
রিপোর্টার আল মামুন,গাজীপুর।।
গাজীপুরে একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সক্রিয় একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পেয়েছে। পুলিশ ডাকাতি ও খুনের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে এবং তাদের দেখানো মতে ডাকাতি করে লুন্ঠিত ৭ টি পিকআপ উদ্ধার করেছে। গ্রেফতার আসামীরা হলো হবিগঞ্জ জেলার বাহুবল থানার দৌলতপুরের মোঃ আবদুল বাসেদের ছেলে মোঃ মারুফ হোসেন (৩০), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সানন্দাখালী গ্রামের মোঃ হারেস আলীর ছেলে এনামুল(২২), শেরপুর জেলার সদর থানার টিকারচর এলাকার মৃতঃ মোতালেবের ছেলে মোঃ আমিনুল (২৪), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার খড়রিয়া গ্রামের মোহাম্মদ রফিজ মন্ডলের ছেলে মোঃ শামীম (২৪) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার চারিগাঁও গ্রামের মৃতঃ রমিজ আলীর ছেলে আবদুল আহাদ (৩৪)। এরা সকলে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি ও ছিনতাই কাজ করে আসছিল। জিএমপির এডিসি রেজওয়ান আহমেদ গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি আরো জানান, গত ১ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বারবৈকা মধ্যপাড়া এলাকায় পাকা রাস্তার পার্শ্বে জাকিরের বাগানের ভিতর পরিত্যক্ত জায়গা থেকে গলায় গামছা প্যাঁচানো উপুর করা অবস্থায় অজ্ঞাত একজন পুরুষের মৃ…