নবীনগরে জনগুরুত্বপূর্ণ ফেরিঘাটের রাস্তা নির্মাণ হচ্ছে রট না দিয়ে বাস ।
- আপডেট টাইম : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ৩৫৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা।।সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ চলছে। এরই প্রেক্ষিতে দুই পারে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা সদরে যাতায়াতের জন্য স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেষ্টায় মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
পথচারী তাজুল ইসলাম বলেন, এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই কাজগুলো যেনো আরও ভালো ভাবে হয়।
হাজী আবুল হোসেন বলেন, দুপারের রাস্তা আরো উঁচু করতে হবে। অন্যথায় রাস্তায় টেকসই করবে না। ডালাই এর মাধ্যমে রাস্তাটি করলে এলাকাবাসী উপকৃত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী রবিউল আলম জানান,নদীপাড়ে আরসিসি ঢালাই করা যায় না, অথবা করাও সম্ভব না। সারাদেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশ গুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মত কাজ করে। এভাবেই সারাদেশে নদীর পাড়ের ফেরিঘাট এর কাজগুলো সম্পন্ন করা হয়।