আশুলিয়ায় ৭ বছরের শিশুকন্যা ধর্ষনের চেষ্টা গ্রেফতার (১)
- আপডেট টাইম : ০৪:২১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করেছেন শহিদুল খাঁ(৪৫) পিতা অহেদ আলী খাঁ সং ঝিলনগর থানা জীবন নগর জেলা চুয়াডাঙ্গা/এপি / ভাদাইল সিরাজের বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা,ধর্ষনের চেষ্টাকারী শহিদুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যা সানজিদার মা সাবিনা বেগম ০৪/০৯/২০২১ শনিবার আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করেন শিশুকন্যা সানজিদাকে মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে,নিজ কক্ষে নিয়ে ধর্ষন করার চেষ্টা করেন শহিদুল,পরনের কাপড় বিবস্ত্র করে যৌনাঙ্গে হাত দেন,পার্শবর্তী ভাড়াটিয়া লামিয়া বোগম (১২) বিষয়টি দেখে ফেলায় নিশ্চিত ধর্ষন থেকে বেঁচে জায় সানজিদা,লামিয়াকে উক্ত বিষয়ে মুখ খুললে জীবনে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন ধর্ষক.শহিদুল ইসলাম।উক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েই আশুলিয়া থানার চৌকশ পুলিশ অফিসার….ধর্ষনের চেষ্টাকারী শহিদুল কে গ্রেফতার করতে সক্ষম হন।অভিযোগে উল্লেখ করেছেন যে ধর্ষনের চেষ্টাকারী শহিদুল প্রাথামিক পর্যায়ে উল্লেখ্য অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন,