মংলায় নির্বাচনীয় এলাকায় বঙ্গবন্ধুর ফেস্টুনে অগ্নি লাগিয়ে দেন
- আপডেট টাইম : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৩৩১ ৫০০০.০ বার পাঠক
বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো একসময় মোংলা পৌর শহরের জেটি এলাকায় ছবিটিতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। আগুনে তোরণের সাঁটানো বঙ্গবন্ধুর ছবিটির মাঝখান থেকে পুড়ে গেছে। তবে তোরণের অন্যকোন ক্ষতি হয়নি। এ নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারী মোংলা পোর্ট পৌর সভার নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী শেখ আবদুর রহমানের সমর্থকেরা এ তোরণটি নির্মান করেন। এর এক পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ছবি রয়েছে। শনিবার সকালে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামী নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান,ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
আওয়ামী লীগ প্রার্থী শেখ আবদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থলে যান। মুজিববর্ষ উপলক্ষে সেখানে তোরণ নির্মাণ করা হয়েছিল। সেখানে আগে থেকে বঙ্গবন্ধুর ছবি ছিল। গ্যাসলাইট দিয়ে বঙ্গবন্ধুর ছবিটির মধ্য দিয়ে আগুনটা দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।