প্রভাবশালীদের দখলে খেলার মাঠ।
- আপডেট টাইম : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৩৪৯ ৫০০০.০ বার পাঠক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর খেলার মাঠ এখন প্রভাবশালীদের দখলে, ভয়ে মুখ খুলতে চাই না কেউ
গত ২ দুই দশক ধরে দখল করে ভোগ করছে ১০০ একর জায়গার মাঠ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর মৌজার দাগ নং.২৭৭৭ আশ্রয়ণ প্রকল্প নামে রেজিস্ট্রারে উল্লেখ্য থাকলেও অবৈধভাবে দখল করে রেখেছে অনু মিয়া নামে তথাকথিত একজন প্রভাবশালী যিনি আরও কয়েকটি পরিবারকেও অবৈধ দখলের সঙ্গে রেখেছেন।এলাকাবাসীর সাথে কথা বলা জানা যায়,দীর্ঘদিন ধরে একক আধিপত্য করে সরকারি আশ্রয়ণ প্রকল্প তথা শিবির মাঠটি দখল করে রেখেছে শামসুজ্জামান অনু মিয়া। এলাকাবাসী আরো বলেন, অবৈধভাবে দখলকারীর বিরুদ্ধে কারো মুখ খোলার সাহস রাখেনা তাই এতোদিন ধরে মাঠের একাংশ কেটে ডোবা কাটা,গাছ রোপন ও সবজি চাষসহ বিভিন্নভাবে পুরোপুরি অবৈধভাবে দখল করে রেখেছে।স্থানীয়রা ক্ষোভ ও দুঃখের সাথে বলেন,মাঠটি দখল থাকায় ছেলেরা খেলতে না পারায় মোবাইল আসক্ত সহ মাদকাসক্ত ও বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। তাই এলাকাবাসীর দাবি মাঠটি দখল মুক্ত হলে মাঠের হারানো চিত্র ফিরে পাবে, ছেলেরা খেলার মাঠে ফিরে স্বাভাবিক জীবনে ফিরবে।এই বিষয়ে শামসুজ্জামান অনু মিয়ার ছেলে মোহাম্মদ আজিম বলেন, মাঠ আমাদের দখলে কিন্তু আমরা সরকারের সাথে মামলা চলছে। শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল বলেন, অবৈধভাবে দখলের বিষয়টি সত্য কিন্তু অনু মিয়া একাধিক পরিবারকে নিয়ে দখল করায় এলাকাবাসীর কেউ সাহস করে অভিযোগ করে না। তবে আমি চাই এর অতি দ্রুত সুরাহা হোক।