সাভারে প্রবাসীর স্ত্রীকে জবাই করে স্বর্নালঙ্কার লুট
- আপডেট টাইম : ০৯:২৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
ঢাকা জেলার সাভারে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম (০২ সেপ্টেম্বর)বৃহস্পতিবার ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ভ স্কুল সংলগ্ন নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার (২৭) সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।পুলিশ ও স্থানীয়রা জানায়,রাতের যেকোন সময় সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে ঘর থেকে কিছু স্বর্ণালঙ্কার লুটপাট করে পালিয়েছেন বলে মন্তব্য করেন।বাড়ির একটি কক্ষে তার রক্তাক্ত মরদেহ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।নিহত ওই নারী টিনসেড বাড়িতে একাই থাকতো।খুন হওয়ার রহস্য বাড়ির ভাড়াটিয়ারাও জানতে পারেনি। দুর্বৃত্তরা রাতে ওই নারীর বাসায় কিছু ফল ও খাবার নিয়ে আসেন। ফল ও খাবার গুলো কে খেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাএ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কি কারণে ওই নারীকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ওই নারীকে হত্যার আগে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশএ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।