তালার শালিখা মোড়ে টিআর প্রকল্পের অর্থায়নে যাত্রী ছাউনি নির্মাণ

- আপডেট টাইম : ০৮:১৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ৩৭৮ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম ।।তালা উপজেলার খেশরা ইউনিয়নের ব্যস্ততম মোড় হিসেবে সুপরিচিত শালিখা মোড়ে মোটর সাইকেল ভ্যান ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীদের বিশ্রাম সহ রোদ-ঝড়-বৃষ্টিতে নিরাপদ আশ্রয়ের জন্য যাত্রী ছাউনী নির্মাণ করা হয়েছে। তালা উপজেলার বার বার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের ঐকিক প্রচেষ্টায় টিআর কাবিখা কাবিটা প্রকল্প হতে প্রাপ্ত অর্থে এক লক্ষ টাকা ব্যয়ে যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহন চালকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি যাত্রী ছাউনী নির্মাণ করে দেয়া, যাত্রী ছাউনী নির্মাণ করে দিয়ে সেই দাবী পূরণ করা হলো। এ বিষয়ে গ্যারেজে উপস্থিত কয়েক জন মোটরসাইকেল চালককের কাছে জানতে চাইলে বলেন, জনবহুল ও ব্যস্ততম এই মোড়ে কোন যাত্রী ছাউনী না থাকায় দূরদূরান্ত থেকে এসে বিশ্রাম নেওয়া সহ রোদ-ঝড়-বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো কোন জায়গা ছিল না। যাত্রী ছাউনিটি নির্মাণ হওয়ায় এলাকার মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান চালক সহ সকলের দীর্ঘদিনের দাবি পূরণ হল। তবে যাত্রী ছাউনির সামান্য কিছু কাজ এখনো বাকি রয়েছে এবং চলমান আছে।