সুন্দরগঞ্জে নির্বাচিত জলাশয়ে মৎস্য খামারীদের মাঝে পোনামাছ বিতরণ
- আপডেট টাইম : ০৩:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ইং অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে মৎস্য খামারীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিশু পার্ক পুকুর পাড়ে বিভিন্ন এলাকার নির্বাচিত জলাশয়ে মাছ খামারিদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, সহকারী কমিশনার(ভূমি) মাহমুদ আল হাসান,কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, ওসি আব্দুল্লাহেল জামান,পঃ পঃ কর্মকর্তা বিশ্বেশ্বর বর্মন, এমপির প্রতিনিধি মশিউর রহমান সরদার, মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু,ক্ষেত্র সহকারী কমলেশ বাবু, মাহমুদা আক্তার মৌসুমী, অফিস সহকারী জাহিদুল ইসলাম প্রমূখ। মোট ১০টি নির্বাচিত জলাশয়ের মৎস্য খামারীদের মাঝে ৪৮৪ কেজি পোনামাছ বিতরণ করা হয়। এর আগে অতিথিরা নির্বাচিত জলাশয় হিসেবে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।