গাজীপুরে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর পরিচিতি ও অবহিকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ৩০০ ৫০০০.০ বার পাঠক
সাইফুল ইসলাম গাজীপুর।।টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর বিষয়ক পরিচিতি ও অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার টঙ্গী টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত নগর ও নিরাপদ নগর টঙ্গীর আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পরিচিতি সভা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম। আরবান প্রোগ্রামের ডিপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার শিরিন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মামুন, কামরুল ইসলাম দিপু, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সরদার, সাব্বির মাহমুদ, ইমরান ফয়সাল বাবু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সেন্টু গমেজ, লরেন্স ফলিয়া ও জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন ব্যবহারিক সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল সার্ভিসিং টুলস্, প্রতিবন্ধী শিশুদের সেলাই মেশিন, মশারী, বর্জ্য সংগ্রহকারী ওয়েস্টবিন ও বড় ওয়েস্টবিন কালেক্টরের জন্য স্বাস্থ্য উপকরণ, বজ্র অপসারণের জন্য দুইটি ভ্যান।
অনুষ্ঠানে শিশু ও তার পরিবাররদের মাঝে চাল, ডাউলসহ ৯টি স্বাস্থ্য সামগ্রীসহ ৯টি ব্যবহারিক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
#