সুন্দরগঞ্জে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০২:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে তিস্তা নদীর ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, হরিপুর ইউপি চেয়ারম্যান জিমি, কৃষক নেতা সাদেকুল ইসলাম দুলাল প্রমূখ। হরিপুর ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত বেছে বেছে ১৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়। ত্রাণের মধ্যে ছিল নগদ ৫০০ টাকা, চাল,ডাল, পিঁয়াজ, সাবান ইত্যাদি। এসময় ইউএনও মোহাম্মদ আল মারুফ বলেন, আপনাদের জন্য আমরা এখনও সরকারি কোন বরাদ্দ পাইনি, তাই সীমিত আকারে সীমিত সংখ্যক মানুষকে সহযোগিতা করছি। সরকারি বরাদ্দ এলে আমরা যথা সময়ে সবার মাঝে পৌঁছে দিব।