প্রান প্রকৃতি ও পরিবেশ রক্ষার্থে গাছলাগার বিকল্প নেই।
- আপডেট টাইম : ০৫:২৪:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ আগস্ট ২০২১
- / ২৬৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা প্রতিনিধি দিনাজপুর।।
আজ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বলিভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোকদিবস উপলক্ষে বৃক্ষ রোপন অনুষ্ঠানে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সন্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল একথা বলেন।
আজ ২৮শে আগস্ট শনিবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উৎযাপন পরবর্তীতে গোটা আগস্ট শোকের মাসে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে ফুলবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালনা করার সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সন্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল বলিভদ্রপুর গ্রামের দুইটি পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত চলতে থাকা জমিজমা সংক্রানত বিবাদ নিষ্পত্তির জন্য দুই পরিবারের লোকজন কে নিয়ে আলোচনায় বসেন এবং একটি সমাধানের সিদ্ধান্ত গ্রহন করেন।
বলিভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম মাস্টার। এছাড়াও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাঃ সন্পাদক সহ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থীত ছিলেন।