সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে তিনতলা ভবন বিশিষ্ট প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
মাদারীপুরে ৫ তলা বিশিষ্ট প্রেসক্লাব ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ই আগস্ট) বিকেলে মাদারীপুর নতুন শহরের সুমন হোটেল এলাকায়, প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়, মাদারীপুর প্রেসক্লাবটি মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় ৫ তলা ভবনটির প্রথমে ৩ তলার কাজ সম্পূর্ণ করা হবে, এতে প্রাথমিকভাবে ৯০ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো বরাদ্দের মাধ্যমে বাকি ২ তলার কাজ সমাপ্ত হবে।
মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাজাহান খানের সভাপতিত্বে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরে আলম বাবু চৌধুরী, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগ সহসভাপতি সৈয়দ আবুল বাসার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সেলিম,কৃষক লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও মাদারীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরো খবর.......