জাতীয় শোকদিবস উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বৃক্ষরোপন ও মাক্স বিতরন এবং আলোচনা সভা।
- আপডেট টাইম : ০৪:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম,
জেলা প্রতিনিধি,দিনাজপুর।
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পরবর্তীতে আজ ২৭শে আগস্ট দৌলতপুর ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে ইউনিয়নের কেন্দ্রীয় শহীদমিনার মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির শুভউদ্ভোধন করেন ও মাক্স বিতরন করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষে ফুলবাড়ি উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জু রায় চৌধুরী ও ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সন্পাদক মোঃ তৈবুর রহমান লাজু এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিবৃন্দ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম মাস্টার। উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় ২৮তাং থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে।