বরগুনায় নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের পাথরঘাটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়।
- আপডেট টাইম : ১০:২১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৩৭৯ ৫০০০.০ বার পাঠক
নূরুল আমিন মল্লিক বরগুনা জেলা প্রতিনিধি।বরগুনার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় পাথরঘাটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি আব্দুল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক প্রমুখ। সভা সঞ্চালনা করেন পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. সাঈদ আহমেদ। আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক যে দিকনির্দেশনা দিয়েছেন তা শতভাগ বাস্তবায়ন করবেন পাথরঘাটা থানার সম্মানিত পুলিশ সদস্য ও বরগুনার ডিবি পুলিশ। এ আশাবাদ ওই সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজসহ পাথরঘাটা উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের।শুভ কামনা ও অভিনন্দন বরগুনার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক।