বিরোধীদের ধুয়ে দিলেন ইমরান খান
- আপডেট টাইম : ০৬:২৭:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ২ জানুয়ারি ২০২১
- / ৩৭০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
বিরোধীদের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) দলনেতাদের এক হাত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেছেন, পিডিএমের ডাকা লং মার্চে পাকিস্তানের জনগণের কোন মনোযোগ নেই। একইসঙ্গে ইমরান খান তাকে যে সেনাদের পুতুল সরকার বলা হয় সেই দাবি প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার দুনিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, পাকিস্তানের সেনারা তার অধীনে। এদিন তিনি আরো বলেন, পাকিস্তানি জনগণ শুধু তাদের অধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে। কিন্তু পিডিএমের নেতারা তাদের কুকর্মের টাকা বাঁচাতে লং মার্চের পরিকল্পনা করছে।
বিরোধীদের দেওয়া এক মাস সময়সীমার ব্যাপারে ইমরান খান বলেছেন, আমি লিখে দিতে পারি পিডিএমের ডাকে পাকিস্তানি জনগণ রাস্তায় নামবে না।এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি যদি পুতুল সরকার হতাম এবং সেনারা যদি আমাকে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে বলেছে তাহলে কেন তা আমি করছি না। সূত্র: ডন