ধামরাইয়ে বিষমুক্ত বারি-১ মাল্টা চাষে মুক্তিযোদ্ধা এনামুলের সাফল্য
- আপডেট টাইম : ০৬:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
ধামরাইয়ে মাল্টা চাষে প্রথম বারেই সাফল্য অর্জন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব। তার নিজ গ্রাম কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে এক একর জমিতে গড়ে তুলেছেন শখের মিশ্র ফলের বাগান। তবে তার এই বারি-১ জাতের মাল্টার ফলন দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রতিটি গাছেই ৮০ থেকে ১০০টি করে মাল্টা ঝুলছে। আর মাল্টার পেছনে কয়েনের মতো গোলচিহ্ন দেখে সহজে যে কেউ বুঝতে পারছেন, এটি বারি-১ জাতের মাল্টা।
সম্পূর্ণ প্রকৃতিক উপায়ে সারা বছর বিষমুক্ত ফলের চাহিদা মেটানোর লক্ষ্যেই বাগানটি গড়ে তোলেন মুক্তিযোদ্ধা মোঃ এনামূল হক আইয়ুব। সঙ্গে আরও আছে বিভিন্ন ফলের বাগান। যা সারা বছর নিজেরদের ফলে চাহিদা মিটাবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের আওতায় গড়ে উঠা এই মিশ্র ফল বাগানটিতে রয়েছে বারি-১ জাতের মাল্টা গাছ, ভিয়েতনামী নারকেল, সিডলস লেবু, পেয়ারাসহ সাত জাতের আমগাছ। জাত নির্বাচন, চাষাবাদ ও পরিচর্যার ক্ষেত্রে পরামর্শ সহায়তা দিয়ে চলেছেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান বলেন, আমাদের দেশে চাষ উপযোগী বারি-১ জাতের মাল্টা উচ্চ ফলনশীল এবং সুস্বাদু ও অধিক লাভজনক। তাই এই জাতের মাল্টা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।