গাজীপুরের কাশিমপুর ২নং ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদৎ বার্ষিকী শোক দিবস উপলক্ষে মিলাদ ও মাহফিল ৷
- আপডেট টাইম : ০২:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ৩১৭ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুরের সিটি কাশিমপুর ২নং ওয়ার্ডে স্বীনকাফ পাবলিক স্কুল মাঠে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৪ আগস্ট শেষ রাতে (১৫ আগস্ট) ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় নৃশংসভাবে হত্যা করে। তাকে সহপরিবারে নিঃশেষ করার পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, সদ্য বিবাহিত পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরকে সেখানে হত্যা করা হয়। বেইলি রোডে সরকারি বাসায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবি সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টুকে। আরেক বাসায় হত্যা করা হয় তার ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী কে ও হত্যা করেন ৷ তাই, আজ কাশিমপুরে ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মেন্তাজ উদ্দিন মন্ডল প্রধান অতিথিঃ হিসেবে উপস্হিত থেকে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের মহানগর আওয়ামী লীগের সভাপতি ঃরেজাউল করিম মন্ডল, বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ হালিম সাহেব সভাপতিত্বে করেন, বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ২নং ওয়ার্ডে মোঃ সানোয়ার দেওয়ান স্বেচ্ছাসেবকলীগ, শিক্ষা ও মানব বিষয় সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ২নংওয়ার্ডে জনাব অধ্যাপক আশফাকুল আলম ( আসকর)। মিলাদ ও দোয়ার আয়োজন করেন ৷মিলাদ শেষে খিচুড়ি বিতরন করেন