সেই উহানে জমকালোভাবে নববর্ষ উদযাপন
- আপডেট টাইম : ০৮:২৩:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। যা এখন পুরো বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে, কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। সেই উহানেই জমকালোভাবে স্বাগত জানালো ২০২১ সালকে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, প্রথা অনুযায়ী উহানের পুরাতন হ্যাঙ্কো কাস্টমস হাউজের সামনে জড়ো হন শত শত মানুষ। ঘড়ির কাঁটা রাত ১২ টা স্পর্শ করতেই বেলুন উড়িয়ে নবর্ষকে বরণ করে নেন তারা। এ সময় বেশ কয়েকজনকে মাস্ক ছাড়াও দেখা গেছে। । এ সময় মানুষের ভীড় সামলানোর জন্য অসংখ্য পুলিশ মোতায়েন করে উহান কর্তৃপক্ষ।
উহানে নববর্ষ উদযাপন করতে আসা ২০ বছর বয়সী পর্যটক ইয়াং ওয়েনজুয়ান বলেন, আমি খুব খুশি। এই প্রথম আমি উহান এসেছি। খুব চমৎকার আয়োজন। এদিকে চলতি মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল করোনার উৎস নিয়ে তদন্ত করার জন্য উহান যাবেন বলে জানা গেছে।
উহানে কয়েক মাস ধরে নতুন কোনো করোনা রোগী শনাক্ত করা হয়নি। এদিকে সম্প্রতি শহরটিতে করোনা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।