বাঘায় মা ও ছেলে ২০ কেজি গাঁজাসহ আটক
- আপডেট টাইম : ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
বাঘা(রাজশাহী) প্রতিনিধি।।
চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে।এই শ্লোগানকে সামনে রেখে নবগত বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল বুধবার(১৮ আগষ্ট) বেলা ১২ ঘটিকায় ২০ কেজি গাঁজা সহ মা এবং ছেলেকে আটক করেছে। উপজেলার জোতশায়েস্তা গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) এবং তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে গাঁজা প্যাকেট জাত করে ঢাকায় চালান দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ঐ বাড়িতে অভিযান চালায় এবং মা’ ও ছেলেকে আটক করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রবি ভান্ডারী এলাকার একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। তার পক্ষে আটককৃত মা ছেলে দীর্ঘদিন থেকে গাঁজা বিভিন্নস্থানে চালান করতো বলে আমাদের কাছে শ্বীকার করেন। রবি ভান্ডারীকে আটক অভিযান অব্যাহত রয়েছে। রবি ভান্ডারীসহ মা ছেলেকে অভিযুক্ত করে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।