করোনা : গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৮

- আপডেট টাইম : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।
এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়। তখন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ৩৪৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৬ হাজার ৯৫৯ জন। তখন দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে। সে হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।