ফের্নান্দেসের হ্যাটট্রিকে উড়ন্ত শুরু ম্যানচেস্টারের
- আপডেট টাইম : ০৭:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে উড়ন্ত শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের। লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে উড়ে গেলে মার্সেলো বিয়েলসার লিডস। ম্যাচটি ৫-১ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। লিডসের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লুক আইলিং।
দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ব্রুনো ফের্নান্দেস। চার গোলে অবদান রাখলেন পল পগবা।
এ নিয়ে রেকর্ড ১৯ বার জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড; দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জয় চেলসির।
খেলার ৩০তম মিনিটে মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান পগবা। ডান পা দিয়ে তা নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে গোল নিশ্চিত করেন ফের্নান্দেস।
এরপর ৪৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের উঁচু শটে সমতা টানেন আইলিং। চার মিনিটও স্থায়ী হয়নি তাদের স্বস্তি।
৫২তম মিনিটে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে আবার স্বাগতিকদের এগিয়ে নেন গ্রিনউড। দুই মিনিটের মাথায় বক্সের ডানপ্রান্ত থেকে বা পাঁয়ের শটে ব্যবধান ৩-১ করে দেন ফের্নান্দেস।
৬০তম মিনিটে ডি-বক্সের বামপ্রান্তে ভিক্তর লিনদেলোভের থ্রু থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ২৬ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।
৬৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পগবার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান ৫-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ।
আগের দিন ২০২১-২২ আসরের উদ্বোধনী ম্যাচে নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে যায় আর্সেনাল।