রাজশাহীতে গণটিকার কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
- আপডেট টাইম : ০১:১১:১৮ অপরাহ্ণ, শনিবার, ৭ আগস্ট ২০২১
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
মোহনপুর প্রতিনিধি।।
রাজশাহীর মোহনপুরে গণটিকার কেন্দ্র ও ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ন কবির।
আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ডক্টর আব্দুল মান্নান, জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নজরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অাব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৭টি কেন্দ্রে গণটিকা সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পযন্ত টিকা প্রদান হয়।
গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন।