ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

১১ তারিখ থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছি ॥ রেলমন্ত্রী

সময়ের কন্ঠ রিপোর্ট।।

১১ আগস্ট থেকে দোকানপাট খোলার ও গণপরিবহন চালুর কথা বলেছে সরকার। এই দিন থেকে গণপরিবহন চললে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চলার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন। খবর ওয়েবসাইটের।

কতগুলো ট্রেন চলতে পারে তা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ঈদ-উল-আজহার আগে আমরা ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া লোকাল এবং কমিউটার যাত্রীবাহী ট্রেন চালিয়েছিলাম। এগুলো চালিয়ে নেয়ার প্রস্তুতি আমাদের আছে।

মন্ত্রী আরও জানান, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ট্রেন চালাতে হবে। তাই প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। অনলাইনে রেলসেবা এ্যাপস ও রেলের ওয়েবসাইট থেকে টিকেট কাটা যাবে। রেলস্টেশনের কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না।

করোনা সংক্রমণ বাড়ার কারণে পয়লা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদ-উল-আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ১৫ থেকে ২২ জুলাই চালু হয়েছিল ট্রেন। তবে করোনার বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলমান বিধিনিষেধ শিথিল হলে আগামী ১১ আগস্ট যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

১১ তারিখ থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছি ॥ রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪১:২৮ অপরাহ্ণ, বুধবার, ৪ আগস্ট ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

১১ আগস্ট থেকে দোকানপাট খোলার ও গণপরিবহন চালুর কথা বলেছে সরকার। এই দিন থেকে গণপরিবহন চললে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চলার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন। খবর ওয়েবসাইটের।

কতগুলো ট্রেন চলতে পারে তা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ঈদ-উল-আজহার আগে আমরা ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া লোকাল এবং কমিউটার যাত্রীবাহী ট্রেন চালিয়েছিলাম। এগুলো চালিয়ে নেয়ার প্রস্তুতি আমাদের আছে।

মন্ত্রী আরও জানান, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ট্রেন চালাতে হবে। তাই প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। অনলাইনে রেলসেবা এ্যাপস ও রেলের ওয়েবসাইট থেকে টিকেট কাটা যাবে। রেলস্টেশনের কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না।

করোনা সংক্রমণ বাড়ার কারণে পয়লা জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদ-উল-আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ১৫ থেকে ২২ জুলাই চালু হয়েছিল ট্রেন। তবে করোনার বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলমান বিধিনিষেধ শিথিল হলে আগামী ১১ আগস্ট যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে।