প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ॥ শিক্ষামন্ত্রী
- আপডেট টাইম : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
চাঁদপুর ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে সঙ্গে নিয়ে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, আমরা অব্যশই সকলে মিলে তা পালন করব। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরী, আমরা তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব।
বুধবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর আশ্রয় কেন্দ্রে মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ প্রকল্পে বসবাসকারী ৫২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে গৃহহীনদের জন্য যেভাবে গৃহ নির্মাণ করা হয়েছে। চাঁদপুর জেলায় ঠিক তেমনিভাবে গৃহ নির্মাণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে হস্তান্তর করা হচ্ছে। সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সুন্দরভাবে গৃহগুলো নির্মাণ করায় জেলা প্রশাসক, ইউএনও ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
পরে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও ইউএন সানজিদা শাহনাজ।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভুঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।