ঢাকায় শ্রমজীবী মানুষের ঢল ॥ দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন
- আপডেট টাইম : ০৬:০০:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ আগস্ট ২০২১
- / ২৩৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে রবিবার (১ আগস্ট) থেকে চালু হয়েছে দেশের লফতানিমুখী পোশাক কারখানা। গত ২৩ জুলাই থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই কঠোর লকাইনের ঘোষণা দেয়ে সাকার।
সরকার রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে সব ধরনের গণপরিবহন ১৬ ঘণ্টার জন্য চালু করায় ঢাকামুখী শ্রমজীবী মানুষ ঢল রয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন।
রবিাবর (০১ আগস্ট) সকালে রাজধানীর প্রবেশ দ্বার গাবতলীতে গিয়ে দেখা গেছে শ্রমজীবী মানুষের ঢল।অবশ্য সাকাল ১০ টা ১০ মিনিটে আসাগেঠে তেমন কোন গণপরিবহন চোখে পড়েনি।
লকডাউন শিথিলে ভোর থেকেই দূরপাল্লার গণপরিবহনগুলো ঢাকায় প্রবেশ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ বাড়লেও গত কালকের তুলনায় কিছুটা কম রয়েছে। তবে যাত্রীদের মধ্যে অধিকাংশই রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টরা। নির্ঘুম রাত পাড়ি দিয়ে অনেকেই রবিবার সকালে যোগ দিয়েছেন কর্মস্থলে। আবার কেউ কেউ রাস্তায় কিছুটা দুর্যোগের কারণে বিলম্বে হলেও কর্মস্থলে যোগ দেবেন।
এদিকে গণপরিবহন খুলে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চেকপোস্ট তুলে নেওয়া হয়েছে। গাড়িচালকদের মধ্যে কিছু সংশয় ছিল সেটিও কেটে গেছে।
শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে