আশুলিয়ায় রাজু বাহিনী কতৃক অপহৃত শ্রমিক নেতাকে ২০ ঘন্টা পর উদ্ধার
- আপডেট টাইম : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
ঢাকা জেলার শিল্পঅঞ্চল আশুলিয়া থেকে রতন হোসেন মোতালেব (৩১) নামক এক শ্রমিক নেতাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছে বলে জানাযায়।উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী রতনের স্ত্রী সুলতানা পারভীন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করেন শুক্রবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার কলমা এলাকা থেকে মাইক্রোবাসে রতনকে জোরপূর্বক তুলে নিয়ে জায়,
অপহরন কৃত রতন হোসেন মোতালেব,ঢাকার ধামরাইয়ের মাকুলিয়া গ্রামের বাসিন্দা।তিনি টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া,সাভার ধামরাই কমিটির সাংগঠনিক সম্পাদক পদে কর্মরত আছেন।অপহরনের পর থেকে ভুক্তভোগীর মুঠোফোনের নাম্বরগুলোতে যোগাযোগ করা হলে তার সবগুলো নং বন্ধ পাওয়া জায়।অনেক খোাঁজাখুজির এক পর্যায়ে তার সন্ধান পাওয়া জায়,তাকে আজ ৩১/০৭/২০২১ শনিবার সকালে আশুলিয়ার গৌরিপুর এলাকায় আটক করে প্রচুর পরিমাণে শারীরিক নির্যাতন করে নজর বন্দী রেখেছেন রাজু আহম্মেদের বডিগার্ড.আব্বাস ও রাজু আহম্মেদ।
বিষয়টি নিয়ে রাজু গ্রুপরের চেয়ারম্যান রাজু আহমেদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া জায়নি। উক্ত বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল্লাহ বলেন, আমরা অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে সেই অপহরণ কৃত রতনকে উদ্ধারের কাজে বের হয়ে তাকে উদ্ধার করেছি।উদ্ধার কৃত রতন এখন পুলিশ হেপাজতে।এব্যাপারে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলার প্রস্তুতি চলছে।