নগরীর যেকোন জায়গা থেকে অভিযোগ আসলেই ব্যবস্থা নেয়া হবে,মশা নিধনের অভিমান চসিক মেয়র
- আপডেট টাইম : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ)
বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী করোনা মোকাবেলার পাশাপাশি মশা নিধনে অচিরেই ক্রাশ প্রোগ্রাম শুরু করার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এখনো অপেক্ষা করছি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কীটতত্ত¡বিদের প্রতিবেদন পাওয়ার জন্য। প্রতিবেদন পেলেই মশা নিধনে অভিযান শুরু হবে। নগরীর যেকোন জায়গা থেকে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৩১ জুলাই) নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন চত্বর, কাজির দেউড়ী ভিআইপি টাওয়ার হল ও মুনসুরাবাদস্থ কর্ণফুলী কমিউনিটি সেন্টারে পৃথক তিনটি অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানসমূহে মেয়র চট্টগ্রাম বাবুর্চি সমিতি, ভিআইপি টাওয়ার কর্মচারী ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে করোনাকালে কর্মচ্যুতদের মাঝে প্রধানমন্ত্রী’র দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মেয়র বলেন, করোনার উর্ধ্বগতির কারণে মানুষের জীবন জীবিকা এখন সংকটাপন্ন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি টিকা কার্যক্রমকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। যাতে করে দেশের মানুষ কোনভাবে খাদ্য ও স্বাস্থ্য সেবার সংকটে বিপদাপন্ন না হয়।
তিনি মহামারি ও ডেঙ্গুর প্রার্দুভাব থেকে রক্ষা পেতে মাস্ক পরিধানের পাশাপাশি নিজের বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহŸান জানান। মেয়র বলেন, আমাদের নাগরিক সচেতনতাই পারে এ দুর্যোগ থেকে রক্ষা করতে।
পৃথক পৃথক এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর রূমকী সেন গুপ্ত, জাহেদা বেগম পপি, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, ভিআইপি টাওয়ার দোকান কর্মচারী সমিতির সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।