বিয়ে করলেন অভিনেত্রী প্রসূন আজাদ
- আপডেট টাইম : ১২:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ।
শুক্রবার দুপুরে মালিবাগের বাসায় দুই পরিবারের অল্প কয়েকজন সদস্যের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান এ অভিনেত্রী।
পাত্রের নাম ফারহান গাফফার। পুরান ঢাকার ছেলে; পেশায় একজন ব্যবসায়ী। কয়েক বছর ধরেই দু’জনের বন্ধুত্ব ছিল; গত ১২ মে পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়েছিল।
শনিবার প্রসূন আজাদ বলেন, আমরা নতুন জীবন শুরু করলাম। সবার কাছে দোয়া চাইছি।
এর আগে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। দেড় বছরের ব্যবধানে দাম্পত্য জীবনে ইতি টেনেছিলেন তারা।
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানার আপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। টানা টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি; ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে।
মাঝে বছর পাঁচেক ধরে কাজে অনিয়মিত হলেও সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মানুষের বাগান’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি ছবি।