সুন্দরগঞ্জে ওয়াক্তি নামাজ ঘরের ভিত্তি দিলেন চেয়ারম্যান ছামিউল মাওলানা

- আপডেট টাইম : ০৩:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ২৬২ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ওয়াক্তি নামাজ ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলাম।
শুক্রবার সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মরহুম শামসুল হক মণ্ডলের বাড়িতে তার ছেলে রওশুনুল হক মণ্ডল আলালের উদ্যোগে ওয়াক্তি মসজিদ ঘরের ভিত্তি দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা সদস্য শিমুলী বেগম, ব্যবসায়ী মোকলেছার মণ্ডল, মোখলেছুর রহমান, আল-আমীন মিয়া প্রমূখ। ওই গ্রামে কোন ইবাদত ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষানুরাগী আলাল মণ্ডল তিন শতক জমি
মসজিদের নামে ওয়াকফো করে দেন। এটি নির্মাণ হয়ে গেলে মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি সকালে মক্তব ও দুপুরে মহিলাদের জন্য কোরান শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান রওশুনুল হক মণ্ডল আলাল। এতে ইউপি চেয়ারম্যান ছামিউল মাওলানা তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে তিনি সামনের দিনে আরও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।