বিরামপুরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী মোটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে বিতরণ
- আপডেট টাইম : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ২৮২ ৫০০০.০ বার পাঠক
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৮ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদের চত্তরে করোনা ভাইরাস মোকাবেলায় মোটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৩৬২টি পরিবারে মাঝে দশ কেজি চাল,এক কেজি করে তেল, মসুর ডাল, চিনি, আটা,লবনসহ এক প্যাকেট সেমাই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী পরিমল কুমার সরকারের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়ালী শুভ উদ্ধোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র আককাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, উপাধ্যক্ষ মেসবাউল হক,নির্বাচন কর্মকর্তা আতাউল রহমান উপস্থিত ছিলেন।