বিরামপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট টাইম : ১১:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ২৭৪ ৫০০০.০ বার পাঠক
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পনের পর সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, পলিপ্রায়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, খোরশেদ আলম মানিক, আব্দুর রহমান রয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম মুকুট, যুগ্ম আহবায়ক চৌধুরী মাসুদ রানা, রেজাউল করিম এবং ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এছাড়াও দুপুরে পৌর শহরের ঢাকামোড়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।