সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১১টি করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১১:২১:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১১টি করোনা প্রতিরোধক বুথ স্হাপন করা হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যবস্হাপনায় এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার । সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত বুথের মাধ্যমে করোনা প্রতিরোধে এই সেবা কার্যক্রম
চলবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম চয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ ও অন্যরা।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা ও থানার বিভিন্ন স্হানে এই বুথ গুলো স্হাপন করা হয়েছে । তিনি আরো বলেন এই বুথের মাধ্যমে করোনা ভ্যাকসিনের নিবন্ধন, হ্যান্ড স্যানেটাইজার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে বিভিন্ন সেবা প্রদান করা হবে।
আরো খবর.......