দিনাজপুরে করোনায় প্রাণ গেল আরও ৫ জনের
- আপডেট টাইম : ০৬:০৯:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৩৮৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে করোনার ছোবলে লাশের মিছিল আরও বড় হচ্ছে। দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় ১শ’ ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২শ’ ৯ জনে। বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, দিনাজপুরে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ৪শ’ ৬৮টি নমুনা পরীক্ষা করে ১শ’ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বিরলে ২৪, বিরামপুরে ১, বীরগঞ্জে ১, বোচাগঞ্জে ৮, চিরিরবন্দরে ৪, ফুলবাড়িতে ১৯, কাহারোলে ৬, নবাবগঞ্জে ৬, পার্বতীপুরে সাতজন আক্রান্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে মারা গেছেন আরও পাঁচজন। সদর উপজেলায় তিনজন ও বিরল ও বোচাগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১শ’ ৫১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯৯ শতাংশ।