নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জন মৃত, আক্রান্ত ১৩৬
- আপডেট টাইম : ০৭:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
রিপোর্ট নাটোর ॥
নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৩৬ জন। এছাড়া এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭৪জন। নাটোর সিভিল সার্জন আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিভিল সার্জনের দেওয়া তথ্যের বাইরেও গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা আরো অনেক বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। জ্বর ও করোনার অন্যান্য উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে নাটোর সদর হাসপাতালে করোনার রোগীর ভীড় বেড়েছে। করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করা হচ্ছে না বলে জানান গণমাধ্যমকর্মীরা।
এদিকে লকডাউন চলাকালীন সময়ে অন্যান্য দিনের তুলনায় আজ রবিবার রাস্তাঘাটে জনসাধারণের চলাচলে আধিক্য লক্ষ্য করা গেছে। নাটোর জেলা শহরের হাসপাতাল রোডসহ বিভিন্ন সড়কে জনসাধারণের চলাচল বেড়েছে। হাসপাতাল ও দোকানগুলোতে ভীড় দেখা গেছে। নিত্যপণ্য দোকানের পাশাপাশি অন্যান্য দোকানগুলো খুলতে দেখা গেছে।
যদিও লকডাউন সফল করলে সকাল থেকেই প্রশাসন, বিজিবি ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন সড়কে রিক্সা ও অটো রিক্সা চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের পক্ষ থেকে টহল অব্যাহত রয়েছে। এছাড়া সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানান তিনি।