চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তে ২ ও উপসর্গে ৫ জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
চুয়াডাঙ্গা রিপোর্টার॥
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত গয়েছে। করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তে মারা গেছেন ১৩৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বোলদিয়া গ্রামের সাবেরা খাতুন (৬০) ও সদর উপজেলার মীর আব্দুল হাই (৫২)। করোনা উপসর্গে মারা গেছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার আনজু খাতুন (৪০), দামুড়হুদা উপজেলার বিঞ্চুপুর গ্রামের জহিরন (৭০) ও ইব্রাহিমপুর গ্রামে পারভিনা (৪০), সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের রহিদুল (৪৫) এবং আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের আকবর (৬৫)।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ.এস.এম. মারুফ হাসান করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ গুলো হলো সদর উপজেলায় ৫ জন ও দামুড়হুদা উপজেলায় ২ জন। শনাক্তের হার ২৪ দশমিক ১৩ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪০৬ জনে। এর মধ্যে ৫৮ জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫০ জন।
চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৮২৮ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৬ জন ও হাসপাতালে আছে ১২২ জন।