ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গে ৯ জনের মৃত্যু
- আপডেট টাইম : ০৫:২৮:২০ পূর্বাহ্ণ, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ২৮৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
ঝিনাইদহে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনা পজিটিভ ও করোনা উপসর্গে মারা গেছে ৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ৪ জন ও করোনা উপসর্গে মারা গেছে ৫ জন। এছাড়া ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,৫১৩ জনে। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১৫৮ জন। আক্রান্তের হার ১৮.৬৭% ভাগ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা:হারুন-অর-রশিদ জানান, আজ শনিবার ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করার পর ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১৫৮ জন রোগি। এর মধ্যে ৯৬ জন করোনা পজিটিভ এবং ৬২ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলোন, প্রতিদিন করোনা রুগির ভীড় বাড়ছে। গ্রাম থেকে করোনা আক্রান্ত রোগী বেশী আসছে।