সংবাদ শিরোনাম ::
আড়ানী পৌরমেয়রের বাড়িতে অভিযানে কোটি টাকা, অস্ত্র, মাদকসহ আটক তিন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৪৪:২২ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার দাপুটে মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে কোটি টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এসময় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালায় বলে নিশ্চিত হওয়া গেছে।
এ সময় মুক্তার মেয়রের বাড়ি থেকে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। তবে পৌর মেয়র পরিস্থিতি টের পেয়ে গোপন দরজা দিয়ে পালিয়ে যান। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।
এর আগে গতকাল মঙ্গলবার(৬ জুলাই) রাত নয়টার দিকে পৌর মেয়র মুক্তার আলী আড়ানী বাজারের পল্লী চিকিৎসক জানারুল ইসলামের দোকানে প্রবেশ করে তাকে প্রথমে মারপিট করেন। এরপর মেয়রের নেতৃত্বে তার সন্ত্রাসীরা ওই বাজারের আরেক পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম, তার স্ত্রী দিলরুবা এবং ৭ বছরের শিশু সন্তান অয়নক মারপিট করে। এ ঘটনায় আহত মনোয়ারুল ইসলামকে রাতেই বাঘা থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর রাতেই পুলিশকে অভিযোগ করা হলে এসপি মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদক, নগদ ৯৪ লাখ টাকা এবং চারটি অস্ত্রসহ মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গতকাল(৬জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত মেয়রের ছেলের শ্বশুর শামীম হোসেনের ওষুধের দোকানে অভিযান চালান।অভিযানে ভ্রাম্যমাণ আদালত মেয়রের বেয়াই শামীমের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা করেন ।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মেয়র মুক্তার আলী রাতে ওই বাজারের অপর দুই পল্লী চিকিৎসক জানারুল ও মনোয়ারুলের দোকানে প্রবেশ করে তাদেরকে মারপিট করেন। এ ঘটনায় রাতেই পুলিশকে অভিযোগ করা হয়। এরপর পুলিশ গভীর রাতে মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালায়।
আরো খবর.......