টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের দু’জনসহ নিহত ৩
- আপডেট টাইম : ০৯:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ৩৮৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দু’জনসহ তিনজন নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে সামাদ (২৪) ও তার ভাই সবুজ (১৬) এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুর রশিদ (২০)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে সামাদ, সবুজ ও রশিদ নিজ বাড়ি ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি সিংগুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যান। আহত হন সবুজ ও রশিদ।
পরে চিকিৎসাধীন অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজের মৃত্যু হয়।