সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত
- আপডেট টাইম : ০১:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ৩৪৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহাবুব আলম, নীলফামারী।।
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ইসরাফিল ইসলাম (৫৫) নামে এক অটো–চালকের মৃত্যু হয়েছে।
ইসরাফিল ইসলাম সৈয়দপুর উপজেলার ধলাগাছ সরদারপাড়া গ্রামের মৃত্যু. আবুল কাশেমের ছেলে। সোমবার (৫জুলাই)সকালে কামারপুকুর ইউনিয়নের হাজির বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ইসরাফিল ইসলাম দীর্ঘদিন থেকে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সৈয়দপুর শহরের দিকে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) তৈমুর আলম বলেন, দুর্ঘটনায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। হাইওয়ে পুলিশ সেটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিহত অটোচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।