সংবাদ শিরোনাম ::
আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
আজ ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রবিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে, আজ ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মুষলধারে। বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।
আরো খবর.......